উর্বশী কে সেটাই তো জানি না, আমি তো খেলছিলাম: নাসিম শাহ

এবারের এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে সুপার ফোরের ম্যাচে ইনিংসের ১৯তম ওভারের প্রথম ২ বলে ২টি ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। দশ নম্বরে ব্যাট করতে নেমে এমন কীর্তি রাতারাতি তারকা বানিয়ে দেয় তাকে। এরপর থেকে নেট দুনিয়ায় নাসিমকে নিয়ে চলছে জোর চর্চা।

নাসিম শাহর সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জনও ডালপালা মেলেছ জোরালোভাবে। উর্বশীর কারণেই এমন আলোচনার জন্ম নিয়েছে। পাকিস্তানের এ তরুণ পেসারের একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেন উর্বশী। এরপর থেকেই তাদের দুজনকে জড়িয়ে নানা গল্প ছড়িয়ে পড়ে।

অনেকেই উর্বশী ও নাসিমের মধ্যে সম্পর্কের সূত্র খুঁজে বেড়াচ্ছেন। এমন সময়ে নাসিম উল্টো জানতে চান, ‘উর্বশী রাউতেলা কে?’ যাকে জড়িয়ে এতো আলোচনা, যে বলিউড নায়িকা তার ভিডিও শেয়ার করেছেন, সেই উর্বশী রাউতেলাকে চেনেনই না নাসিম শাহ!

উর্বশী রাউতেলার প্রসঙ্গ তুলতেই নাসিম বলেন, জানি না কে এসব কথা বলেছেন। উর্বশী রাউতেলা কে সেটাই তো আমি জানি না। কে কি জন্য এই ভিডিও দিয়েছে তাও আমি জানি না। আমার এখন অন্য কিছুর দিকে নজর দেওয়া সময় নেই। এখন আমার একমাত্র ফোকাস ক্রিকেট খেলা।

উর্বশী তার ভিডিও শেয়ার প্রসঙ্গে পাকিস্তানি এই তরুণ পেসার বলেন, আমি তো মাঠে খেলছিলাম। কেউ যদি আমার জন্য আসে, কারোর আমার খেলা দেখে ভালো লাগে তা হলে তো কিছু বলার নেই। আমাকে যদি কারোর ভালো লেগে থাকে তা হলে খুব ভালো কথা।

দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন উর্বশী। ওই ম্যাচেই প্রথম খেলতে নামেন নাসিম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ম্যাচের একটি ভিডিও শেয়ার করেন উর্বশী। যেখানে দেখা যায়, দুবাই স্টেডিয়ামে বসে ভারত ও পাকিস্তানের একটি খেলা উপভোগ করছেন এ নায়িকা। সেখানেই নাসিম শাহের কয়েক ঝলক দেখা যায়। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে তিনি ব্যবহার করেন আতিফ আসলামের গান ‘কই তুঝকো না মুঝসে চুরা লে’।

ওই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে ট্রোলের শিকার হন উর্বশী। ভারতের জাতীয় দলের খেলোয়াড় ঋশভ পন্থের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল বলিউডের এই নায়িকার। কিন্তু সম্প্রতি দুজনের মধ্যে তিক্ততা দেখা দিয়েছে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে উর্বশী-নাসিম সম্পর্কের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *