দিল্লি পুলিশের নজরে পাকিস্তানি ক্রিকেটার শাদাব খান ও আসিফ আলি!

দুবাইয়ে রোববার রাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে সীমানায় ক্যাচ ধরতে গিয়ে উল্টো ছক্কা বানিয়ে দেন পাকিস্তানের আসিফ আলী আর শাদাব খান। দুজনের মাঝে মারাত্মক সংঘর্ষ হয়। শাদাবের ধাক্কায় আসিফের হাত থেকে বল ছিটকে বাউন্ডারি লাইন টপকে যায়। চোট পান শাদাব।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সেই ক্যাচ মিসের ঘটনায় আসিফ-শাদাবের ওপর নজর পড়ে দিল্লি পুলিশের। কারণ বাবর আজমদের খানিকটা খোঁচা দিয়ে সেই ঘটনাকে জন সচেতনতার কাজে ব্যবহার করেছে তারা।

শাদাব-আসিফের ধাক্কা খাওয়া নিয়ে ক্রিকেট মহলে রোববার থেকেই চর্চা চলছে। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলের ফিল্ডিং নিয়ে হতাশা গোপন করেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও। পাক ক্রিকেটারদের এই অসাবধানতা বা অসতর্কতাকেই জন সচেতনতা তৈরিতে ব্যবহার করেছে দিল্লি পুলিশ।

রোববারই নেটমাধ্যমে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের সেই মুহূর্তের ভিডিও দিয়ে দিল্লি পুলিশের পক্ষে লেখা হয়েছে, ‘এ ভাই, যারা দেখকে চলো।’ বলতে চাওয়া হয়েছে, রাস্তায় দেখে না চললে ধাক্কা লাগতে পারে। দুর্ঘটনা ঘটতে পারে। হতে পারে ক্ষতি।

এই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান ক্রিকেট দলকে খোঁচাও দিয়েছে তারা। দিল্লিতে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছে দিল্লি পুলিশ। দুর্ঘটনা এড়াতে রাস্তায় কী ভাবে চলাচল করা উচিত, তা নিয়ে দিল্লিবাসীকে সচেতন করছেন পুলিশ কর্মীরা।

সেই কর্মসূচির অংশ হিসাবেই ম্যাচের ওই অংশের ভিডিও ব্যবহার করা হয়েছে। ক্রিকেট বিশ্বে এই ঘটনা নিয়ে চর্চা কম হয়নি। ঘটনাটি জনপ্রিয়ও হয়েছে। দিল্লি পুলিশের সচেতনতা প্রচারের পোস্টটিও বহু মানুষের নজর কেড়েছে। অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। পুলিশ কর্মীদের রসবোধের প্রশংসা করেছেন।

উপরের ভিডিওটি শেয়ার করে দিল্লি পুলিশ লিখেছে, ‘অ্যায় ভাই জারা দেখকে চলো।’ বলিউডে রাজ কাপুরের তৈরি সিনেমা মেরা নাম জোকারের গান অ্যায় ভাই জারা দেখকে চলো গানটিও ব্যবহার করা হয়েছে। রাজ কাপুর নির্দেশিত ও অভিনীত ছবি ‘মেরা নাম জোকার’ ছবিটি ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল।

প্রসঙ্গত, এশিয়া কাপ ২০২২-র ফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে দেয়। এদিন প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে শ্রীলঙ্কা। এদিকে রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *