
নানা কারণেই আমাদের ত্বক মলিন হয়ে পড়ে। দেখা দেয় বিভিন্ন সমস্যা। ব্রণ, র্যাশ, ত্বকে কালচে দাগ পড়া ইত্যাদি নারীদের নিত্যদিনের সমস্যা। এসব সমস্যা থেকে মুক্তি পেতে কত কিনা করেন সবাই। জানলে অবাক হবেন যে, ফেলে দেয়া একটি জিনিস দিয়েই ত্বকের কালো দাগ দূর করা সম্ভব।
ফেলে দেয়া সেই জিনিসটি হচ্ছে কলার খোসা! এই ফলের খোসার রয়েছে অদ্ভুত গুণ। যা ত্বকের কালো দাগ দূর করা সহ আরো অনেক সমস্যা থেকে মুক্তি দেয়। চলুন তবে জেনে নেয়া যাক রূপ ধরে রাখতে কলার খোসা কীভাবে উপকার করে-
ঠোঁটের যত্ন
ঠোঁটের ক্ষেত্রে যত্নের ত্রুটি রাখে না কলার খোসা। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই বস্তু ভালোভাবে ঠোঁটে ঘষে নিলে আর্দ্রতা বাড়ে ঠোঁটের। লিপ বাম লাগালে যেমন চকচক করে ঠোঁট, খানিক তেমন হয় এক্ষেত্রেও।
দাঁতের যত্ন
ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াইয়ের ক্ষমতা রয়েছে কলার খোসার। দাঁতে সমস্যা হলে তাই কাজে লাগে এই বস্তু। মাড়ি কিংবা দাঁতে দাগ-ছোপ থাকলে দিন কয়েক ভালোভাবে ঘষা যায় কলার খোসা। সপ্তাহ খানেকের মধ্যে ঝকঝকে সাদা দেখাবে দাঁত।
ত্বকের যত্ন
চোখমুখে কালো ছোপ থাকলে যত্ন নেবে কলার খোসা। ছোট ছোট করে কেটে নেয়া যায় খোসা। তার পরে মুখে এবং গলায় ভালোভাবে ঘষে নেয়া যায় সেই খোসা। মুখ ধুয়ে ফেলার আগে মিনিট কুড়ি সেভাবেই রাখা থাক। তাহলেই ত্বকের তেলতেলে ভাব চলে যাবে। পরপর কয়েক দিন এভাবে কলার খোসা ব্যবহার করলে চোখের তলার কালিও উধাও হবে।