অবিশ্বাস্যভাবে নাটকীয় এক জয় পেলো লিভারপুল!

ম্যাচে দাপট দেখিয়ে খেললো। প্রথমে এগিয়েও গিয়েছিল লিভারপুল। কিন্তু অল্প সময়ের মধ্যে গোল হজম করে এরপর পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল জার্গেন ক্লপের দল।

আয়াক্স যে প্রায় রুখেই দিয়েছিল গতবারের ফাইনালিস্টদের। তবে লিভারপুলকে শেষ মুহূর্তে স্বস্তি এনে দিয়েছেন জোয়েল মাতিপ। অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে অলরেডরা।

ম্যাচে দাপট দেখিয়েই খেলেছে লিভারপুল। ৫৮ ভাগ বল দখলে রেখে মোট ২৪টি শট নেয় তারা, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৩ শটের একটি লক্ষ্যে রাখতে পারে আয়াক্স।

শুরু থেকেই একের পর এক আক্রমণে আয়াক্সকে কোণঠাসা করে রাখে ক্লপের দল। এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। ১৭তম মিনিটে দিয়োগো জটার পাস থেকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন মোহামেদ সালাহ।

তবে এই লিড ধরে রাখতে পারে তারা মাত্র ১০ মিনিট। ২৭ মিনিটে মোহাম্মেদ কুদুসের শট ক্রসবারের লেগে জড়িয়ে যায় জালে। সমতা ফেরানোর উচ্ছ্বাসে ভাসে আয়াক্স।

৮৯ মিনিট পর্যন্ত লিভারপুল অনেক চেষ্টা করেছে এগিয়ে যেতে। কিন্তু আয়াক্সের সীমানা থেকে বল বেরই হচ্ছিল না। ৮৮তম মিনিটে লিভারপুলকে আটকে দেয় পোস্ট। সালাহর শট একজনের পায়ে লেগে গোলরক্ষকের ওপর দিয়ে গিয়ে পোস্টে লাগে।

পরের মিনিটেই অবশ্য স্বাগতিকদের হতাশা ভুলিয়ে দেন মাতিপ। তার হেড পাল্টা হেডে ফিরিয়ে দিয়েছিলেন দুসান তাদিস। তবে তার আগেই বল চলে যায় গোললাইন পেরিয়ে, রেফারি বাজান গোলের বাঁশি। শেষ মুহূর্তে নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *